ভয় কীসের? বৈঠকে ৭০০-র মধ্যে মাত্র ১২ জনের উপস্থিতিতে প্রশ্ন থারুরের
ODD বাংলা ডেস্ক: কংগ্রেস সভাপতি হওয়ার জন্য মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাংসদ শশী থারুর। কিন্তু দলের তরফে পাচ্ছেন না সেরকম সমর্থন। বৃহস্পতিবার তিনি তামিলনাড়ুতে যান নির্বাচনে সমর্থন জোগাড়ের জন্য। ৭০০-রও বেশি কংগ্রেসের প্রতিনিধি, যারা সভাপতি নির্বাচনে ভোট দিতে পারবেন, তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন শশী থারুর। কিন্তু দিনের শেষে দেখা গেল, মাত্র ১২ জন কংগ্রেস কর্মী সাড়া দিয়েছেন থারুরের আমন্ত্রণে। দলের তরফেই এমন শীতল প্রতিক্রিয়া পেয়ে কার্যত মনক্ষুণ্ণ তিরুবনন্তপুরমের সাংসদ। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় কর্মীদের মন জয়ের জন্যই এই বৈঠকের ডাক দিলেও, ৯০ শতাংশ কর্মীই শশী থারুরের ডাকে সাড়া দেননি। মাত্র ১২ জন বৈঠকে যোগ দেন।
Post a Comment