কলকাতায় ২১ বছরের যুবকের মৃত্যু ডেঙ্গিতে! আতঙ্কের পরিস্থিতি ১১৪ নম্বর ওয়ার্ড এলাকায়

ODD বাংলা ডেস্ক: ডেঙ্গির প্রকোপ বাড়ছে কলকাতা শহরে৷ কলকাতায় নতুন করে ডেঙ্গিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে৷ কলকাতায় ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবকের ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ওই যুবকের বয়স ২১ বছর৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন৷ কিন্তু ডেঙ্গির কারণে তাঁর মৃত্যু আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে৷ গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ শেষ একমাসে অনেকেরই জ্বর এসেছে৷ মনে করা হচ্ছে, এলাকায় অনেকেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন৷এ দিকে শনিবার খবর এসেছে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪ জন৷ গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৮০ জন৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্যে এমনই আশঙ্কার খবর জানানো হয়েছে৷ যা থেকে পরিষ্কার, যত সময় যাচ্ছে, আরও ভয়াল রূপ নিচ্ছে মশাবাহিত এই রোগ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.