খেতে বসে রসগোল্লা নেই, তুমুল অশান্তির জেরে বিয়ে বাড়িতে খুন ১ অতিথি, জখম ৫
ODD বাংলা ডেস্ক: কম পড়েছিল রসগোল্লা। সেই নিয়ে উত্তাল হয়ে উঠল বিয়েবাড়ি। বচসা গড়াল হাতাহাতিতে। তার পার খুনখারাপি। মারা গেলেন এক অতিথি। জখম ৫জন। উত্তরপ্রদেশের আগরার ঘটনা।বুধবার রাতে আগরার মহল্লা শায়খানে বিয়ের আসর বসেছিল। উসমান নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে উপলক্ষে। খেতে বসেছিলেন অতিথিরা। শেষপাতে কম পড়েছিল রসগোল্লা। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছেলের বাড়ির লোকজন। প্রতিবাদ করে কনেপক্ষ। তাতেই দুই পক্ষের ঝগড়া শুরু হয়।মৃতের পরিবার অভিযোগ দায়ের করেছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Post a Comment