অ্যাম্বুলান্সের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু ঘিরে রণক্ষেত্র উলুবেড়িয়া, ১৬ নম্বর জাতীয় অবরোধ করে বিক্ষোভ

ODD বাংলা ডেস্ক: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার উলুবেড়িয়ার জোড়া কলতলা। অ্যাম্বুলান্সের ধাক্কায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের। আর এই ঘটনা ঘিরে শনিবার সকালেই উত্তপ্ত হয়ে উঠেছে ১৬ নম্বর জাতীয় সড়ক। ঘটনার প্রতিবাদে টায়ার পুড়িয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। যার জেরে সকালেই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।পুলিশ জানায়, মৃতদের নাম অপর্ণা পাড়াল (৪০) ও মেয়ে টুসু পাড়াল (১০)। জোড়া কলতলা এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। অ্যাম্বুলান্সের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। নিয়ন্ত্রণ হারিয়েই অ্যাম্বুলান্স তাঁদের ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অ্যাম্বুলেন্স চালক পলাতক। সেই ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.