হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জিনত, ভরতি হাসপাতালে
ODD বাংলা ডেস্ক: হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জিনত হুসেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। শোনা গিয়েছে, দিওয়ালির রাতেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।গত জুন মাসে মায়ের জন্মদিন পালন করেছিলেন আমির। ছেলে আজাদ ছাড়াও সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সূত্রের খবর মানলে, দিওয়ালিরপঞ্চগনির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন জিনত হুসেন। সেই সময়ে মায়ের সঙ্গেই ছিলেন আমির। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতালে খবর দেওয়া হয়। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Post a Comment