‘চোল রাজত্বকালে হিন্দু ধর্মের অস্বস্তি ছিল না’, কমল হাসানের মন্তব্যে বিতর্ক
ODD বাংলা ডেস্ক: দক্ষিণ ভারতের চোল রাজাদের আমলে ছিল না কোনও হিন্দু ধর্ম। জাতীয় পুরষ্কার জয়ী তামিল পরিচালক ভেট্রিম্মারানের সঙ্গে সুর মিলিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা-পরিচালক কমল হাসানের। তাঁর কথায়, “রাজা রাজা চোলের রাজত্বকালে কোনও হিন্দু ধর্মের অস্বস্তি ছিল না। ওই সময় ছিল বৈনাবরণ, শিভম এবং সামানাম। কিন্তু ব্রিটিশরা অজ্ঞতার কারণে হিন্দু প্রতিশব্দটি নিয়ে আসেন। ঠিক যেমনভাবে তাঁরা ঠুঠুকুদি-র নাম বদল করে তুতিকোরিন করে দিয়েছিলেন।” এদিকে গেরুয়া শিবিরের নেতা এইচ রাজার পালটা দাবি, রাজা রাজা চোল হিন্দু রাজাই ছিলেন। “
Post a Comment