রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল, বাড়তে পারে পুরকর্মীদের ছুটি বাতিলের মেয়াদ


ODD বাংলা ডেস্ক: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি বিপজ্জনক। আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।  মাত্র এক সপ্তাহে মশাবাহিত এই রোগে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৬৯ জন। সংক্রমণের হার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে যা রীতিমতো চিন্তার কারণ। মৃত্যুও বেড়ে চলেছে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতাতেও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরনিগম। আজ শুক্রবারই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছেন।শুধু ডেঙ্গিই নয়, এর পাশাপাশি ম্যালেরিয়া বা অন্যান্য মশাবাহিত রোগ নিয়েও চিন্তা বাড়ছে বলে জানিয়েছেন মেয়র। ডেঙ্গি-ম্যালেরিয়ার টেস্ট আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাকেই খানিকটা দায়ী করেছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.