বঙ্গ সফর বাতিল, নবান্নে সাক্ষাৎ হচ্ছে না মমতা-শাহের
ODD বাংলা ডেস্ক: বাংলায় আসছেন না অমিত শাহ। সূত্রের খবর, পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। ফলে নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হচ্ছে না। আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওডিশার অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই বৈঠকেই উপস্থিত থাকার কথা ছিল দেশের পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। নবান্নেই এই বৈঠক হওয়ার কথা ছিল বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে আলাদা করে সাক্ষাতেরও সম্ভাবনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর বাতিল হওয়ায় সেই সাক্ষাৎ হচ্ছে না।
Post a Comment