অমিতাভ বচ্চনের আসল নাম কী জানেন
ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার ৮০-তে পা দিলেন পা দিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ছেলের নাম অমিতাভ বচ্চন রাখেননি হরিবংশ রাই বচ্চন। ভারত ছাড়ো আন্দোলনের সময়কালে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের প্রতি আকৃষ্ট হয়ে বিগ বি-র নাম রাখতে চেয়েছিল ইনকিলাম শ্রীবাস্তব। রেখেওছিলেন তাই। শুধু বাবাই নন, মা তেজি বচ্চনেও সায় ছিল তাতে। কিন্তু জন্মের কয়েকমাস পর কবি সুমিত্রানন্দ পন্থের পরামর্শে 'ইনকিলাব' হয় অমিতাভ।
তবে শ্রীবাস্তব পদবি ব্যবহার করলেও পরবর্তীতে তা বদলে অমিতাভ রাখলেন বচ্চন। এরও নেপথ্যে অন্য গল্প রয়েছে। পদবি শ্রীবাস্তব হলেও, তাঁর বাবা প্রকাশিত সব কাজেই পদবি হিসেবে ‘বচ্চন’ ব্যবহার করতেন। তাই বাবার অনুকরণে তিনিও অমিতাভ শ্রীবাস্তব থেকে হয়ে ওঠেন অমিতাভ বচ্চন। জীবনে বহু বাধা-বিপত্তি কাটিয়ে তিনি আজ প্রচারের উঁচাই-এ। কলকাতায় চাকরি, থিয়েটার, অল ইন্ডিয়া রেডিওতে বিখ্যাত ব্যারিটোন ভয়েসের জন্য প্রত্যাখ্যাত হওয়া, কত কীই না ঘটে গিয়েছে। যদিও মৃণাল সেন তাঁর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘ভুবন সোম’-এ ব্যবহার করেছিলেন তাঁর গলার স্বর। তবু লক্ষ্যে অবিচল, অনড় অমিতাভের ভাগ্যের শিঁকে ছিঁড়েছিল ‘সাত হিন্দুস্থানি’ ছবিতে। তিনি যে বলিউডের চাকা ঘুরিয়ে দিতে চলেছেন তার প্রমাণ প্রথম ছবিতে সেরা নবাগত অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার।
Post a Comment