মোষ, গরুর পর এ বার ষাঁড়ের ধাক্কা! ফের বিপদে মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস
ODD বাংলা ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রায় ফাঁড়া যেন কাটছেই না। মোষের পাল, গরুর পর এ বার ষাঁড়ের সঙ্গে ধাক্কা লাগল এই তীব্র গতিসম্পন্ন ট্রেনের। শনিবার মুম্বই সেন্ট্রাল থেকে গুজরাতের গান্ধীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। মাঝপথে মুম্বই সেন্ট্রাল ডিভিশনে একটি ষাঁড়ের সঙ্গে ধাক্কা লাগে এক্সপ্রেসের।এর জেরে এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যার মধ্যেই ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর এক বিবৃতিতে জানিয়েছেন, মুম্বই সেন্ট্রাল ডিভিশনে অতুল এলাকার কাছে যখন ট্রেনটি যাচ্ছিল, সে সময়ই ষাঁড়ের সঙ্গে ধাক্কা লাগে।
Post a Comment