ফোঁটা দিল না কেউ, কিন্তু জেলের বিশেষ মেনুতে কব্জি ডুবিয়ে মধ্যাহ্নভোজ সারলেন অনুব্রত

ODD বাংলা ডেস্ক: ভাইফোঁটা উপলক্ষে খুশির আবহ আসানসোল সংশোধনাগারে। সকালেই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। মধ্যাহ্নভোজে বন্দিদের জন্য বিশেষ পদের ব্যবস্থাও হয়েছিল। ওই জেলে রয়েছেন গরু পাচার-কাণ্ডে ধৃত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। জেল সূত্রে জানা গিয়েছে, উৎসবের আবহ ছুঁয়েছে তাঁকেও।জেলের ভিজিটর্স রুমে বন্দিদের অনেকেই ভাইফোঁটা নিয়েছেন তাঁদের বোনেদের কাছ থেকে। ফোঁটা দেওয়ার পর জেলবন্দি দাদা বা ভাইয়ের হাতে পায়েস, মিষ্টির প্লেট তুলে দিতেও দেখা গিয়েছে। যদিও অনুব্রতকে কেউ ফোঁটা দিতে আসেননি বলেই জেল সূত্রে জানা গিয়েছে। দুপুরে বন্দিদের জন্য এলাহি খাবারদাবারের আয়োজনও করা হয়েছিল। নিয়মিত ডায়েটের বাইরে সেই খাবারও কিছুটা খেয়েছেন অনুব্রত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.