রয়েছেন ভিনরাজ্যে, ইডি’র তলবে দিল্লিতে গরহাজির অনুব্রতকন্যা


ODD বাংলা ডেস্ক: ইডি’র তলবে দিল্লিতে গরহাজির অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল। বন্ধুর মায়ের চিকিৎসার চলার ফলে বর্তমানে বাংলার বাইরে রয়েছেন তিনি। আর সে কারণেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়া সম্ভব হবে না বলেই জানিয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে।গত আগস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। বীরভূমের ‘বেতাজ বাদশা’র বর্তমানে ঠাঁই হয়েছে আসানসোল বিশেষ সংশোধনাগারে। গ্রেপ্তারির পর নামে বেনামে থাকা তাঁর সম্পত্তি নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের মেয়ের নামে প্রায় পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুকন্যা মণ্ডলের চারটি সংস্থার ‘অস্বাভাবিক’ আয় বৃদ্ধির উপর নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুডস-এর আয় বৃদ্ধি নিয়ে সিবিআই নথি চেয়ে পাঠিয়েছে। এ ব্যাপারে সুকন্যাকে জিজ্ঞাসাবাদও করতে পারে সিবিআই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.