ধর্ষণের প্রমাণ পেতে বিতর্কিত 'টু ফিঙ্গার টেস্ট'-এ নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট


ODD বাংলা ডেস্ক: ধর্ষণের প্রমাণ পেতে ধর্ষিতার দু’আঙুলের পরীক্ষা (টু ফিঙ্গার টেস্ট) করানো যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালকে অবহিত করতে বলার পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে শীর্ষ আদালত জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষার পাঠ্যক্রম থেকেও এই সংক্রান্ত পাঠের বিষয় সরাতে হবে।সোমবার এ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে। সেখানেই ধর্ষিতার টু ফিঙ্গার টেস্ট করানোর মনোভাবকে সমাজের ‘পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ’, বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। তার পরই আদালত জানিয়ে দেয়, এই ধরনের পরীক্ষা কোনও ভাবেই একজন ধর্ষিতার উপর করানো যাবে না। যদি কেউ এই পরীক্ষা করেন, তবে তাঁকে অসদাচরণের দায়ে পড়তে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.