আরিয়ান মামলার তদন্তে বিস্তর অনিয়ম! একাধিক NCB অফিসারের ভূমিকাও ছিল সন্দেহজনক
ODD বাংলা ডেস্ক: মাদককাণ্ডে জড়িয়ে গিয়ে প্রায় তিন সপ্তাহ জেলে কাটাতে হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। ওই মাদকের সঙ্গে বিদেশের মাদক পাচার চক্রের সম্পর্কে জুড়ে দিয়েছিল কোনও কোনও মহল। এনিয়ে তোলপাড় হয়েছিল বলিউড-সহ গোটা দেশ। পাশাপাশি এনসিবি প্রধান সমীর ওয়াংখাড়েকে নিয়ে শিবসেনার সঙ্গে কেন্দ্রের চরম টানাপোড়েন তৈরি হয়েছিল। আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তে একাধিক অসংগতি দেখা দিয়েছে। এমনকি ওই তদন্তে এনসিবি-র ৭ অফিসারের ভূমিকাও বেশ সন্দেহজনক। এমনটাই উঠে এসেছে এনসিবি-র অভ্যন্তরীণ তদন্তে। এমনটাই সূত্রের খবর।এবছর মে মাসে ওই মাদক মামলায় আরিয়ান খানকে সব অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়। আদালতে এনসিবি মাথা হেঁট করে কবুল করতে বাধ্য হয় তাদের কাছে আরিয়ান খানের বিরুদ্ধে উপযুক্ত ও জোরাল কোনও প্রমাণ নেই। সেবার আদালতে মুখ পুড়েছিল এনসিবি-র। এবার তদন্ত গাফিলতি ও নিজের অফিসারদের সন্দেহজনক আচরণে ফের মুখ পুড়ল এনসিবির।
Post a Comment