হু হু বাড়ছে সংক্রমণ, ডেঙ্গু দমনে ময়দানে আশা কর্মীরা!

ODD বাংলা ডেস্ক: আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছুঁইছুঁই, রাজ্যে দাপট বাড়িয়ে বিপজ্জনক হয়ে উঠছে ডেঙ্গু। ৪০ তম সপ্তাহের রিপোর্টে দেখা গিয়েছে মাত্র ৭ দিনে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। সব মিলিয়ে কলকাতার পরিস্থিতি মোটের ওপর ভাল নয়। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ১ লা জানুয়ারি থেকে ৫ ই অক্টোবর শুধু কলকাতাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২হাজার ৮০০। এর আগে ২০১৯ সালে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেবার পরিসংখ্যান বলছে একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৩০। চলতি বছরের পরিস্থিতি আগের সব পরিস্থিতিকে যে ছাপিয়ে যেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.