নৈহাটি স্টেশনে যুবকের কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! আনা হল টাকা গোনার মেশিনও
ODD বাংলা ডেস্ক: নৈহাটি রেল স্টেশনে রুটিন তল্লাশি চালাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার নগদ প্রায় ৬০ লক্ষ টাকা সহ আটক হন এক যুবক। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।রেল পুলিশের তরফে এই টাকা উদ্ধারের খবর পেয়ে যুবককে জিজ্ঞাসাবাদ করতে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। সঙ্গে আনা হয় টাকা গোনার মেশিনও। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে নৈহাটি স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল জিআরপি। ওই সময় আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর টাকা। জিজ্ঞাসাবাদে যুবক জানান, তাঁর নাম অভিষেক সোনকার ওরফে রোহন। বয়স ২৪ বছর। এত টাকা তিনি কোথা থেকে পেয়েছেন, এর উত্তরে নাকি অভিষেক জানান, মাঝেমাঝেই তিনি টাকা নিয়ে যাতায়াত করেন। কিন্তু কী কারণ, টাকার উৎসই বা কী— এর কোনও সদুত্তর তিনি দিতে পারেননি।
Post a Comment