উৎসবের মরশুমে টানা ৬দিন বন্ধ ব্যাঙ্ক, খুলবে কবে, জেনে নিন


ODD বাংলা ডেস্ক: দীপাবলি চলে এসেছে। নতুন সপ্তাহ শুরু করলেই আলোর উৎসব। আবার শনিবার থেকে শুরু হচ্ছে ধনতেরাস। আর এসময় যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তবে কিন্তু অপেক্ষা করা ছাড়া গতি নেই। কারণ, একাধিক শহরে দিওয়ালি থেকে ভাইফোঁটা পর্যন্ত বিভিন্ন শহরে ব্যাঙ্কের ছুটি থাকে।মোট ছুটির হিসেবে টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ। 
  • ২২ অক্টোবর - চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি) দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ
  • ২৩ অক্টোবর - রবিবার (সাপ্তাহিক ছুটি) দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ
  • ব্যাঙ্কের ছুটি
  • ২৪ অক্টোবর - কালী পূজা/ দিওয়ালি/ লক্ষ্মী পূজা হায়দরাবাদ, ইম্ফল, গ্যাংটক ছাড়া দেশের অন্য শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৫ অক্টোবর - লক্ষ্মী পূজা/দিওয়ালি/গোবর্ধন পূজা হায়দরাবাদ, ইম্ফল, জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৬ অক্টোবর - ভাইফোঁটা আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, বেলাপুর, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, শিলং এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.