তৈরি হচ্ছে ৬০ ফুটের কালীমূর্তি, জানেন কোথায়


ODD বাংলা ডেস্ক: এবারের কালীপুজোয় বারাকপুরের মণিরামপুরে বটতলা স্পোর্টিং ক্লাবের বিশেষ উদ্যোগ। এবার ৬০ ফুটের কালী প্রতিমা তৈরি করছে। যা এবার বারাকপুর শিল্পাঞ্চলের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে। বারাকপুর মহকুমা জুড়ে এত বড় কালী প্রতিমা এর আগে তৈরি হয়েছে বলে মনে করতে পারছেন না পুজো উদ্যোক্তারা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, বারাকপুরের মণিরামপুরে বটতলা স্পোর্টিং ক্লাবের শ্যামাপুজো এবার ৬৪তম বছরে পড়ল। প্রতিবছরই এই ক্লাব ধুমধাম করেই পুজোর আয়োজন করে থাকে। বিশেষ আকর্ষণ থাকে চন্দননগর থেকে আনানো আলোকসজ্জা। কিন্তু করোনার কারণে বিগত দু’বছর তেমন ধুমধাম করে পুজোর আয়োজন হয়নি। কিন্তু করোনার দাপট কমতেই এবছর পুজোয় অভিনবত্ব আনার চিন্তাভাবনা নিয়েছিল পুজো কমিটির উদ্যোক্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.