শীতের রুক্ষতা ছাপ ফেলতে পারবে না ত্বকে, স্নানের পরে রোজ এই টিপসে হবে কামাল



 ODD বাংলা ডেস্ক: ত্বকের যত্ন নিতে চলে নানা রকম কসরত। কখনও প্যাক ব্যবহার, কখনও ব্যবহার করে থাকি মাস্ক। এই সবের সঙ্গে চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার।


সামনেই শীত। এই সময়ে একটু যত্ন না করলেই ত্বকের অবস্থার দফারফা হয়ে যায়। বিশেষ করে যাদের শুষ্ক ত্বক, তাদের হাল হয় করুণ। কিন্তু বাড়িতে থাকা এই গাছ সব সমস্যার সমাধান করতে পারে এক নিমেষে। ঔষধিগুণে ভরপুর তুলসী গাছের পাতা সর্দি-কাশিতে প্রায়ই ব্যবহার করতে দেখা যায়। কারণ তুলসী গাছে রয়েছে বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। তবে শুধু শরীর সারিয়ে তুলতেই নয়, তুলসী আমাদের ত্বকের জন্য খুবই উপকারী।


ত্বকের যত্ন নিতে চলে নানা রকম কসরত। কখনও প্যাক ব্যবহার, কখনও ব্যবহার করে থাকি মাস্ক। এই সবের সঙ্গে চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। এবার ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন তুলসীর প্যাক। এতে থাকা একাধিক উপাদান ত্বক উজ্জ্বল করে সঙ্গে ত্বকের সংক্রমণ দূর হবে। তাই তুলসী পাতার সঙ্গে সহজ কয়টি উপাদান গিয়ে তৈরি করতে পারেন এই সকল প্যাক। তুলসী পাতার গুণে ত্বক হবে উজ্জ্বল।


যারা উজ্জ্বল ত্বক পেতে চান তারা তুলসী ব্যবহার করতে পারেন। এর নিয়মিত ব্যবহারের ফলে আমাদের ত্বক উজ্জ্বল হতে শুরু করে।


ত্বকে বার্ধক্যের প্রক্রিয়া ধীর করতেও তুলসী পাতা খুবই কার্যকরী। তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা আমাদের ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে এবং প্রক্রিয়াটিকে ধীর করে দিতে খুবই কার্যকর।


হলুদ, তুলসী পাতা, লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। হলুদ ও তুলসী পাতা এর সঙ্গে মিয়ে বেটে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপকারী। এতে ত্বকের সকল সমস্যা দূর হবে। 


ত্বকের ইনফেকশন বা ইরিটেশন দূর করতেও তুলসী পাতা ব্যবহার করা হয়।


তুলসী পাতা ব্যবহার করলে মুখে ব্রণ ও ব্রণের সমস্যা দূর হয়, এর জন্য তুলসী পাতা থেকে নির্গত তেল ব্যবহার করা যেতে পারে। কারণ তুলসী পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ত্বকের ব্রণের সমস্যা কমাতে সহায়ক।


চন্দন বাটা, গোলাপ জল ও তুলসী পাতার রস দিয়ে প্যাক বানাতে পারেন।  প্রথমে তুলসী পাতা বেটে রস বের করে নিন। সেই রসের সঙ্গে মেশান চন্দন বাটা, গোলাপ জল। এই প্যাক মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে। এভাবেই তুলসী পাতার সঙ্গে সহজ কয়টি উপাদান গিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.