অবশেষে সুখবর! ২২ হাজার শূন্যপদে স্কুল শিক্ষক নিয়োগের বাধা কাটল, অনুমোদন রাজ্যের

ODD বাংলা ডেস্ক: রাজ্যে নতুন করে ২২ হাজার শূন্যপদে স্কুল শিক্ষক নিয়োগের পথে বাধা দূর হল। সংরক্ষণের নিয়ম মেনে মধ্যশিক্ষা পর্ষদের তৈরি করা শূন্যপদের রোস্টারে অনুমোদন দিল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পূর্ব ঘোষণা অনুযায়ী, নবম-দশম, একাদশ-দ্বাদশ স্তরে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক মিলিয়ে প্রায় ২২ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরুর পথে কোনও বাধা রইল না। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে নিয়োগের বিধিতে কিছু সংশোধন করা হবে। নিয়োগের বিধির সেই সংশোধন হয়ে গেলেই ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন।স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুলে নবম-দশম স্তরে শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৮৪২। একাদশ-দ্বাদশ স্তরে ৫ হাজার ৫২৭ এবং প্রধান শিক্ষক পদে শূন্যপদের সংখ্যা ২ হাজার ৩২৫। সবমিলিয়ে মোট ২১ হাজার ৬৯৪টি শূন্যপদের তালিকা মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই শূন্যপদগুলির মধ্যে সংরক্ষণের নিয়ম মেনে কোন কোন ক্যাটেগরিতে কত সংখ্যক শূন্যপদ থাকবে, তার তালিকা তৈরি করে মধ্যশিক্ষা পর্ষদ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.