প্রয়াত শংকর-পত্নী সোনালী চক্রবর্তী, শোকস্তব্ধ বিনোদন জগত
ODD বাংলা ডেস্ক: বিনোদন জগতে শোকের ছায়া। টলিপাড়ায় বিষাদের সুর। কারণ সপ্তাহের প্রথম দিনেই বাংলা চলচ্চিত্র জগতে ঘটল ছন্দপতন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শংকর চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী। সোমবার সোমবার সকাল চারটে বেজে পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী। এই সময় ডিজিটালের পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, কিডনির সমস্যায় ভুগছিলেন সোনালি। শেষ পর্যন্ত কিডনি ফেলিওর হয়েই মারা গিয়েছেন। কেওড়াতলা শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হবে।তাঁর প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়। শংকর চক্রবর্তীর মতোই সোনালীও পেশায় একজন অভিনেত্রীই ছিলেন। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করে গিয়েছেন তিনি। সোনালির শেষ কাজ ছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিকের সোলাঙ্কির জেঠিমার চরিত্রে অভিনয় করতেন শংকর চক্রবর্তীর প্রয়াত স্ত্রী সোনালি চক্রবর্তী।
bengali-actor-shankar-chakraborty-wife-sonali-chakraborty-passes-away-on-monday-morning-confirmed-by-actor
Post a Comment