নাটকের মহড়ায় ভগৎ সিংহ সেজে ‘শহিদ’ হওয়ার দৃশ্যে মৃত সপ্তম শ্রেণির ছাত্র!

ODD বাংলা ডেস্ক: নাটকের মহড়ায় গলায় ফাঁস দেওয়ার দৃশ্যে অভিনয় করার সময় মৃত্যু হল এক সপ্তম শ্রেণির পড়ুয়ার। ১২ বছর বয়সি ওই পড়ুয়ার নাম সঞ্জয় গৌড়া। কর্নাটকের কোলারের ঘটনা। মৃত কিশোর কোলারের এসএলভি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র। সূত্রের খবর, আগামী সপ্তাহে সঞ্জয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে একটি নাটক হওয়ার কথা। সেই নাটকে ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল সঞ্জয়কে। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে একা একাই ওই নাটকের মহড়া দিচ্ছিল সে। ইংরেজ সরকারের হাতে ভগৎ সিংহের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। ছটফট করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.