সোনাগাছির যৌনকর্মীদের থেকে ফোঁটা নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়


ODD বাংলা ডেস্ক: টলিপাড়ার তারকারা যখন জাঁকজমক করে ভাতৃদ্বিতীয়া পালন করছেন, তখন ভাস্বর চট্টোপাধ্যায় সোজা চলে গিয়েছেন সোনাগাছিতে। সেখানেই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দিলেন অভিনেতাও।নিষিদ্ধপল্লির মহিলাদের কাছে যেন ভাস্বর চট্টোপাধ্যায় তাঁদের ভাতৃ-সমই হয়ে উঠেছেন। এপ্রসঙ্গে অভিনেতার কী মন্তব্য? ভাস্বর বলছেন, “দিদিরা সব ফোঁটা দিল। অল্প সময় হলেও ওঁদের নির্মল হাসি আমাকে খুব আনন্দ দেয়। ওই হাসিটুকুর জন্যই ওঁরা বাঁচে। ভাইফোঁটার পর ছবি তুললাম সকলে একসঙ্গে। ওখানকার বাচ্চাদের সঙ্গে রিলসও বানিয়েছি। বেশ মজা হয়েছে।”এই অবশ্য প্রথম নয়, গতবছর অতিমারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই নিষিদ্ধপল্লিতে ছুটে গিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। সমাজের চোখে যারা নীচুস্তরের, সেই মানুষগুলোর রোজগার বন্ধ হওয়ায় দুবেলা ঠিক করে খাবারও জুটছিল না। সেইসময়েও অভিনেতা চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় রেশন নিয়ে পৌঁছে গিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.