'মুসলিমরা তো লক্ষ্মীপুজো করেন না। তবে তাঁরা কি ধনী নন?', বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের


ODD বাংলা ডেস্ক:লক্ষ্মীপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের! তিনি প্রশ্ন তুললেন, 'মুসলিমরা তো লক্ষ্মীপুজো করেন না। তবে তাঁরা কি ধনী নন?' স্বাভাবিকভাবেই ধনদেবীর পুজো নিয়ে এমন প্রশ্ন প্রচলিত বিশ্বাসের মূলে কুঠারাঘাত। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, লক্ষ্মী হচ্ছেন ধনদেবী। ধন লাভের আশাতেই হিন্দুরা লক্ষ্মীর আরাধনা করে থাকেন। লক্ষ্মীর কৃপায় সমৃদ্ধির প্রত্যাশা রাখেন। কিন্তু সেই বিশ্বাস নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপি বিধায়ক লালন পাসওয়ান। বিহারের ভাগলপুর জেলার পীরপৈন্তি কেন্দ্রের বিধায়ক হলেন লালন পাসওয়ান। 'আত্মা ও পরমাত্মা' নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, এই 'আত্মা ও পরমাত্মা বিষয়টি শুধুমাত্র মানুষের বিশ্বাস।' এরপরই তিনি হিন্দু দেবদেবীদের পুজোআচ্চা নিয়ে মন্তব্য করেন। তাঁর সেইসব মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.