হাজার দিনেরও বেশি জেলমুক্ত ছিলেন বিলকিসের ধর্ষকরা! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই হইচই
ODD বাংলা ডেস্ক: সিবিআই-বিশেষ আদালতের বিচারক তীব্র বিরোধিতা করলেও জোর করেই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেয় কেন্দ্র। সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের হলফনামারে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর সন্তানকে হত্যার অপরাধী ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও তাঁদের মধ্যে ১০ জন অন্তত ১০০০ দিনের বেশি জেলের বাইরে ছিলেন। প্যারোল, কখনও অস্থায়ী জামিন, আবার কখনও পরিবারের কারও অসুস্থতার অছিলায় তাঁরা মুক্ত ছিলেন।শীর্ষ আদালতে দাখিল করা গুজরাট সরকারের হলফনামা অনুযায়ী, দোষী সাব্যস্ত রমেশ চন্দনা জেলের বাইরে ছিলেন ১৫৭৬ দিন। ১১ জন দোষীর মধ্যে সবচেয়ে বেশি। সাধারণত, সর্বোচ্চ এক মাসের জন্য বিশেষ কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সেটা স্বল্পমেয়াদী সাজার ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী সাজার ক্ষেত্রে বিশেষ সর্বনিম্ন সময় সাজা কাটার পর সর্বোচ্চ ১৪ দিনের জন্য মঞ্জুর করা হয়।
Post a Comment