‘বিলকিসের ধর্ষক বা রাম রহিম ঘুরে বেড়াচ্ছে, নির্ভয়ারা বিপন্ন ‘, মোদীকে চিঠি দিল মহিলা কমিশন


ODD বাংলা ডেস্ক: গত ফেব্রুয়ারিতে পঞ্জাবে নির্বাচনের সময় প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার হিমাচল বিধানসভা ভোটের আগেও ৪০ দিনের জন্য তাঁকে জেলমুক্ত করেছে হরিয়ানার বিজেপি সরকার. যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দিল্লি মহিলা কমিশন থেকে শুরু করে হরিয়ানার আইনজীবী, অনেকেই আরজি জানিয়েছেন, বাতিল করা হোক ধর্ষক রাম রহিমের প্যারোলের নির্দেশ।দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাঁর আরজি জানিয়েছেন। পাশাপাশি টুইটারেও সেকথা জানিয়েছেন তিনি। স্বাতী লেখেন, ‘বিলকিস বানোর ধর্ষকরা ও রাম রহিমের এভাবে ঘুরে বেড়ানো দেশের নির্ভয়াদের আস্থায় আঘাত। মাননীয় প্রধানমন্ত্রীকে আরজি জানাই আইনকে কঠোর করুন এবং এই ধর্ষকদের জেলে ঢুকিয়ে দিন।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.