‘মালদ্বীপে বান্ধবীকে নিয়ে সুইমিং’, দেবকে বেনজির আক্রমণ হিরণের
ODD বাংলা ডেস্ক: ঘাটালের বন্যা নিয়ে তারকা সাংসদকে দেবকে কুরুচিকর ব্যক্তি আক্রমণে করে তৃণমূলের তোপের মুখে অভিনেতা-বিধায়ক হিরণ। তৃণমূলের অভিযোগ, ঘাটালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলের তারকা সাংসদ দেবকে ব্যক্তিগত আক্রমণ করেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল শহরের ২ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে হিরণ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঘাটালের বিধায়ক শীতল কপাট-সহ একাধিক বিজেপির নেতা-কর্মীরা। সেই সভাতেই ঘাটালের তারকা সাংসদ দেব সম্পর্কে বিধায়ক হিরণ কুরুচিকর মন্তব্য করেন বলে ঘাটাল ব্লক তৃণমূলের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওয় দেবকে কটাক্ষ করে হিরণ বলেছেন, ‘‘সাংসদ হিসেবে প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসেবে এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। কাটমানি নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে যাব। আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। আমি মালদ্বীপ গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং করব আর ঘাটালের মানুষ বন্যার সময় জলের তলায় সুইমিং করবে। ঘাটালে উন্নয়ন চাই। গত ৭৫ বছরে ঘাটালের মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে।’’
Post a Comment