প্যান্ডেল হপিং করতে দিয়ে ত্বকে দেখা দিচ্ছে কালো প্যাচ? সমস্যা থেকে মুক্তি মিলবে ঘরোয়া উপায়

 


ODD বাংলা ডেস্ক: ঢাকের বাদ্যি, আলোর রোশনাই আর মায়ের মন্ত্রে পাঠে গম গম করছে চারিদিক। চারিদিকে চলছে মায়ের আরাধনা। এই সকল সঠিক নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনা করতে ব্যস্ত। সঙ্গে চলছে প্যান্ডেল হপিং। একদিন উত্তর কলকাতা, একদিন দক্ষিণ কলকাতা, একদিন মধ্য কলকাতা- প্ল্যান বিস্তর। সব ঠাকুর দেখার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন অনেকে। আর ফিরছেন দিনের শেষ। পুজোর সময় সারাদিন ঘোরার পরিকল্পনা থাকে অধিকাংশেরই। আর এই করতে গিয়ে ত্বকে দেখা দিচ্ছে কালো প্যাচ। সপ্তমীর মধ্যেই নষ্ট হয়ে যায় ফেসিয়ালের চটক। এই সমস্যা থেকে মুক্তি পেতে রইল টোটকা। আপনার ত্বকেও যদি ট্যান পড়ে গিয়ে থাকে, তাহলে মেনে চলুন বিশেষ টিপস।  


দুধে সাহায্যে মুহূর্তে দূর করুন ট্যান। একটি পাত্রে দুধ নিয়ে তাতে পরিমাণ মতো মেশান জাফরান। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মুহূর্তে দূর হবে ট্যান।  তবে এই প্যাক লাগানোর আগে মুখ পরিষ্কার করে নেবেন। অপরিষ্কার মুখে এই প্যাক লাগাতে সমস্যা বাড়তে পারে।  


দুধের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। একটি বাটিতে দুধ নিয়ে তাতে মেশান পাতিলেবুর রস। তা তুলোয় করে মুখে লাগান। শরীরের যে যে অংশ ট্যান পড়েছে সেখানে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। ট্যান দূর করে বেশ উপকারী দুধ ও পাতিলেবুর প্যাক। একবার ব্যবহার মিলবে উপকার। 


শসা ও টমেটো দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে শসা গ্রেট করে রস বের করে নিন। এবার টমেটো কেটে ভিতরের জেলির মতো অংশ বের করে নিন। টমেটোর সঙ্গে মেশান শসার রস। ভালো করে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।  মুহূর্তে দূর হবে ট্যান। ট্যান তুলতে বেশ উপকারী এই প্যাক। 





ময়দা ও চন্দনের গুঁড়ো দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্রে ময়দা নিয়ে তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে মেশান চন্দনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দূর হবে ট্যান। 


ট্যান দূর করতে দই ও জাফরান দিয়ে প্যাক বানাতে পারেন। দইয়ের সঙ্গে মেশান জাফরান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ১ বার অবশ্যই ব্যবহার করুন প্যাক । এই প্যাক একবার ব্যবহারেই মিলবে উপকার। মেনে চলুন এই টোটকা। 


কলা ও মধু দিয়ে বানাতে পারেন প্যাক। ত্বক নরম করতে, উজ্জ্বল করতে ও সঙ্গে ত্বক ট্যান দূর করতে বেশ উপকারী এই প্যাক। কলা প্রথমে চটকে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। দ্রুত দূর হবে কালো প্যাচ।



বাঁধাকপি ও হলুদ দিয়ে প্যাক বানানো যায়। এই প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। প্রথমে বাঁধাকপি ব্লেন্ড করে নিন। তা ছেঁকে রস বের করুন। অন্যদিকে, হলুদ বেটে নিন। এবার বাঁধাকপির রসের সঙ্গে মেশান হলুদ। ভালো করে মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মুহূর্তে দূর হবে ট্যান। 


মুসুর ডাল ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানাতে পারেন। ট্যান দূর করতে এই প্যাক বেশ উপকারী। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার মুসুর ডাল বেটে নিন। মুসুর ডালের সঙ্গে মেশাল অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার মিশ্রণটি মুখে লাগান। দূর হবে ট্যান। 


দ্রুত উপকার পেতে ব্যবহার করুন চালের গুঁড়ো। ট্যান দূর করতে ব্যবহার করতে পারেন চালের গুঁড়োর ফেসপ্যাক। একটি পাত্রে ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চা চামচ মধু ও সামান্য গোলাপ জল মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন মিলবে উপকার। একবার ব্যবহারেই তফাত বুঝতে পারেন। এই প্যাক ত্বকের জন্য বেশ উপকারী।  



মধু ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানিয়ে ফেলুন। একটি পাত্রে পাতিলেবু রস চিপে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে মুহূর্তে দূর হবে ট্যান। সপ্তাহে এক দিন ব্যবহারে পাবেন উপকার। তেমনই একবার ব্যবহারেই তফাত বুঝতে পারবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.