চন্দন গাছে সাপ থাকে কেন?

ODD বাংলা ডেস্ক: হয়তো শুনেছেন, চন্দন গাছে অনেক সাপ দেখা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চন্দন গাছে এতো বিষাক্ত সাপ কেন থাকে? চলুন সাপের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সম্পর্কে জেনে নিই। 

আপনি হয়তো ঠিকই জেনেছেন, চন্দন গাছে সাপ বেশি থাকে। তবে খেয়াল করলে দেখবেন এরা চন্দন গাছের মগডালে থাকে না, বরং গাছের নিচের অংশে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে, শাপ একটি শীতল রক্তের প্রাণী। তারা ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে। আর চন্দন গাছ প্রাকৃতিকভাবেই বেশ ঠাণ্ডা। তাই তারা চন্দন গাছকে পছন্দ করে। 

সাপের চলাচল, শত্রুর পাদচারণা অনুভব, জায়গা নির্বাচনসহ নানা কাজে তাদের জিহ্বার সাহায্য নেয়। তারা জিহ্বার সাহায্যে তাদের শীতল স্থান খুঁজে বের করে। এরা চন্দন গাছকেও তাদের জিহ্বার সাহায্যে খুঁজে নেয়।  

এক কথায় বলতে গেলে, থাকার আরামের সুবিদার্থে সাপ চন্দন গাছ খুঁজে নেয়।  শুধু চন্দন গাছ কেন, এমন অনেক গাছ আছে যেখানে সাপ খুব আরামেই থাকতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.