১৩০ দর্শকের মৃত্যুর সাক্ষী স্টেডিয়ামকে গুড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া
ODD বাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ার মালাংয়ের কাঞ্জুরুহান স্টেডিয়াম পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ায় ছত্রভঙ্গের পর পদদলিত হয়ে ১৩০ জনের মৃত্যু হয়। এতজনের মৃত্যুর সাক্ষী সেই স্টেডিয়ামকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর সেখানেই আবার নতুন স্টেডিয়াম নির্মাণ করা হবে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার এ ঘোষণা করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় কাঞ্জুরুহান ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৩৩ জনের মৃত্যুর পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ফিফা প্রেসিডেন্ট।
বৈঠকে ফিফার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার ফুটবল খেলার সংস্কার ও রূপান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দেন বলেও জানান উইদোদো।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতে এক বছর পর অনুর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গত ১ অক্টোবর পূর্ব জাভার মালাং শহরের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ শেষে পদদলনের ঘটনায় নিহতদের মধ্যে ৪০ জনের বেশি শিশু ছিলেন। ফিফা প্রেসিডেন্ট এ ঘটনাকে ‘ফুটবলের জন্য অন্ধকার দিন’ বলে অভিহিত করেছেন।
আরেমা এফসি ও প্রতিপক্ষ পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার একটি লিগ ম্যাচের সমাপ্তির সঙ্গে সঙ্গে উভয় দলের সমর্থকরা মাঠে ঢুকে পড়েন। ঐ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আতঙ্কিত দর্শকরা দ্বিগ্বিদিক ছুটাছুটি করতে গিয়ে পদদলনের শিকার হন।
Post a Comment