T-20 WC: ২০০৭ ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল কী ছিল জানেন?

ODD বাংলা ডেস্ক: ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে ২৩ অক্টোবর। জানেন কি টি-২০ বিশ্বকাপে এই দুই দলের প্রথম সাক্ষাতে ফলাফল কী হয়েছিল? চলুন সেই ইতিহাস আজ একটু ঘেঁটে নেওয়া যাক। 

ডারবান, ২০০৭: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম মুখোমুখি লড়াই। ফরম্যাট পাল্টালেও ম্যাচের চরিত্র পাল্টায়নি। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচ থেকেই উপভোগ্য হয়ে উঠেছিল এই হাইভোল্টেজ দ্বৈরথ। 

রবিন উথাপ্পার অর্ধশতরান, অধিনায়ক ধোনি এবং ইরফান পাঠানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভারতের স্কোর ওঠে ১৪১/৯। ভারতীয় বোলাররা প্রথম থেকেই উইকেট তুলে নেওয়ার কাজ শুরু করে দিয়েছিল। 

মিসবা-উল-হকের অর্ধশতরানে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়ার আতঙ্ক দেখা দিলেও, স্নায়ুর চাপ ধরে রাখে ভারত এবং ম্যাচটি টাই হয়। এরপর বোল-আউটে শেষ পর্যন্ত ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। টাই ভাঙতে প্রথমদিকে এই পদ্ধতির ব্যবহার করা হত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.