ঘরের পোকামাকড় দূর করবে যেসব গাছ

ODD বাংলা ডেস্ক: আপনি কি জানেন ঘরে কিছু গাছ রাখলে সহজেই পোকামাকড়ের উপদ্রব থেকে রেহাই পাবেন। যাদের বাড়িতে ইনডোর প্লান্টস আছে তাদের জন্য এই লেখাটি সহায়ক হবে:

গাঁদা ফুলের গাছ 

শীতকালে গাঁদা ফুলের গাছ দেখা যায় অনেক বাড়িতেই। শুধু সৌন্দর্যই নয় গাঁদা ফুল গাছের উপকারিতা আছে অনেক। এই গাছে কিছু উপাদান আছে যার কারণে অনেক ক্ষতিকর পোকামাকড় কাছ ঘেষতে পারে না। বাড়িতে মশা ও অন্যান্য পোকামাকড় দূর করতে অবশ্যই গাঁদা গাছ বসান।

বেসিল পাতা

খাবারের স্বাদ বাড়াতে বেসিল ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন পোকামাকড় তাড়াতেও বেসিল পাতা রাখা যায়। 

পুদিনা পাতা

মশা দূর করতে পুদিনা পাতার জুড়ি নেই। পুদিনা পাতার ঘ্রাণে মশা অস্বস্তিবোধ করে। তাই পুদিনা পাতা রাখলে ঘরে মশার উপদ্রব কমানো যাবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.