আতরের এই টোটকা সুগন্ধ ছড়াবে প্রেম ও দাম্পত্য জীবনেও!
ODD বাংলা ডেস্ক: মনে করা হয় সুগন্ধী ব্যবহার করলে দেব-দেবী প্রসন্ন হন। শাস্ত্র মতে আতর বজরংবলী ও লক্ষ্মীর বিশেষ পছন্দের। আমরাও দৈনন্দিন জীবনে নানান সুগন্ধী দ্রব্য ব্যবহার করে থাকি। কিন্তু এই আতর যে আমাদের একাধিক সমস্যার সমাধান করতে পারে, তা কী জানা আছে? আতর কী ভাবে আমাদের সমস্যা মুক্তি ঘটাতে পারে, তার কিছু জ্যোতিষ টোটকা জানানো হল এখানে।
পারিবারিক সমৃদ্ধির জন্য
মঙ্গলবার বজরংবলীকে চোলা অর্পণের সময় আতর ব্যবহার করুন। পাশাপাশি বজরংবলীর সামনে চামেলির তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। শেষে বজরংবলীকে গোলাপ ফুলের মালা পড়িয়ে দুই কাঁধে চামেলির আতর লাগান। এই উপায়ে পরিবারে সমৃদ্ধি বৃদ্ধি হয়।
শুক্রকে মজবুত করার জন্য
কোনও জাতকের কোষ্ঠীতে শুক্র দুর্বল পরিস্থিতিতে থাকলে আতরের সহজ উপায় করে এই গ্রহকে মজবুত করা যায়। শুক্রবার লক্ষ্মীকে আতর ও শৃঙ্গারের বস্তু উপহারে দিলে ভালোবাসা, ধন ও সমৃদ্ধি বজায় থাকে। এর প্রভাবে শুক্র গ্রহও শুভ ফল প্রদান করতে শুরু করে।
আর্থিক সমস্যা দূর করার উপায়
আপনার পরিবারে আর্থিক অনটন লেগে থাকলে এই উপায়টি করে দেখতে পারেন। যে কোনও মাসের শুক্লপক্ষের প্রতিপদা তিথিতে বাদামী রঙের পার্স কিনুন। এই পার্সে চন্দনের আতর লাগিয়ে লক্ষ্মীর সামনে রেখে দিন। লক্ষ্মীর পুজো করার পর সেই পার্সটি ব্যবহার করুন। এর প্রভাবে ধন সংক্রান্ত সমস্যা দূর হবে।
অর্থ ও প্রতিপত্তি লাভের জন্য
অর্থ ও প্রতিপত্তি কামনা করে থাকলে শুক্রবার দুটি আতরের শিশি কিনে আনুন। লক্ষ্মী মন্দিরে একটি শিশি নিয়ে গিয়ে ধনের দেবীকে অর্পণ করুন। আর অন্য শিশির সামান্য আতর লক্ষ্মীর পায়ে ছিটিয়ে বাড়ি নিয়ে আসুন। প্রতিদিন এই আতর লাগালে লক্ষ্য লাভের পথের সমস্ত বাধা দূর হবে। ব্যক্তি নিজের জীবনে অর্থ ও প্রতিপত্তি লাভ করবে।
দেবী-দেবতার আশীর্বাদ লাভের উপায়
যে কোনও বিশেষ অনুষ্ঠান বা পূজার্চনায় তীব্র সুগন্ধ ও আতর ব্যবহার করা উচিত। মনে করা হয় এই উপায় লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। লক্ষ্মী সেই জাতকের সমস্ত আর্থিক সমস্যা দূর করেন। মন্দিরে কর্পূর, চাঁপা, চন্দন, চামেলীর আতর অর্পণ করে দেবী-দেবতার পুজো করলে ঈশ্বরের কৃপাধন্য হতে পারেন।
চাকরিতে উন্নতির জন্য
নিজের পৃথক পরিচয় গড়ে তুলতে চাইলে বা অফিসে জনপ্রিয়তা অর্জন করার ইচ্ছা থাকলে মোগরা, রাতরানি ও চন্দনের আতর ব্যবহার করুন। এর প্রভাবে চাকরিতে ক্রমশ উন্নতির পথ প্রশস্ত হবে।
দাম্পত্য ও প্রেম সম্পর্ক মজবুত করার জন্য
দাম্পত্য জীবনে মাধুর্য বজায় রাখতে স্বামী-স্ত্রী বুধবার তিন ঘণ্টার মৌন ব্রত পালন করুন। আবার শুক্রবার মিশ্রী দিয়ে পায়েস বানিয়ে নিজের স্বামী ও পরিবারের সদস্যদের খাওয়ান। মনে করা হয়, শুক্রবার কোনও ব্যক্তি বা মন্দিরে গিয়ে আতর দান করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হয়। পাশাপাশি আতর দানের ফলে প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালোবাসা দৃঢ় হয়।
Post a Comment