এবার ওষুধেও QR কোড!


ODD বাংলা ডেস্ক: জাল ওষুধের রমরমা রুখতে কোমর বেঁধে নামল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ নয়াদিল্লিতে সরকারি সূত্রের খবর, জাল ওষুধের ব্যবসা বন্ধ করার জন্য এ বার সব ওষুধের স্ট্রিপ বা শিশির গায়ে 'বার কোড' বা 'কিউ আর কোড' (QR Code) ছাপা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ কেন্দ্রীয় সরকারের বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন বা সরকারি ওয়েবসাইটে লগ-ইন করে এই 'বার কোড' বা 'কিউ আর কোড স্ক্যান করে নিলেই ক্রেতারা জানতে পেরে যাবেন সংশ্লিষ্ট ওষুধটির প্রস্তুতির তারিখ, বৈধতার মেয়াদ, দাম, করের পরিমাণ, ব্যাচ নম্বর সব কিছু৷একইসঙ্গে ওষুধের ব্র্যান্ড নাম, কম্পোজিশনও উল্লেখ থাকবে এই বার কোড বা কিউ আর কোডেই৷ অত্যাধুনিক এই প্রযুক্তি গোটা দেশে বাধ্যতামূলক ভাবে চালু করার আগে পরীক্ষামূলক পদ্ধতিতে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.