মর্মান্তিক! ভাসানের সময় মাল নদীতে ভয়ঙ্কর হড়পা বান, জলের তোড়ে মৃত্যু ৭ জনের

ODD বাংলা ডেস্ক: দুর্গা পুজোর নিরঞ্জনের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা জলপাইগুড়ির মাল নদীতে। বিসর্জনের সময় আচমকাই ছুটে এল হড়পা বান। তাতেই ভেসে গেলেন ভাসানে আসা বেশ কয়েকজন। মোট ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। মৃতদের মধ্যে ১টি শিশুও রয়েছে। নদীর পাড় থেকে নদীগর্ভে অনেকটাই নেমে প্রতিমা বিসর্জন করছিলেন মানুষজন। সেইসময় আচমকাই ছুটে আসে ওই হড়পা বান। কয়েকদিন পাহাড়ে বৃষ্টি হওয়ার ফলেই আচমকা এই জলস্ফীতি বলে মনে করা হচ্ছে। একটি ভিডিও-এ দেখা যাচ্ছে বহু মানুষ সাঁতার কেটে পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু জলের তোড়ের সঙ্গে পেরে উঠছেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.