ভুল করে কেনা হলো কোটি টাকার খাট
ODD বাংলা ডেস্ক: ভুলবশত অনলাইন নিলাম সাইট থেকে কিনে ফেলেছেন ১ কোটি টাকার খাট! এমনটাই জানিয়েছেন ২১ বছর বয়সি ক্যালিফোর্নিয়ার নেটতারকা কুয়েনলিন ব্ল্যাকওয়েল। সমস্ত সঞ্চয় খুইয়ে দিশেহারা এই নেটতারকা ভিডিও বার্তার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
ব্ল্যাকওয়েল জানিয়েছেন, অনলাইন নিলাম সাইটে তিনি প্রায়ই সক্রিয় থাকেন। এক দিন একটি পুরনো দিনের খাট দেখে তার পছন্দ হয়। এবং সেই খাটের দাম না দেখেই তিনি তার ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য সেখানে দিয়ে দেন। কয়েক দিন পর কুয়েনলিন দেখেন, তার ব্যাঙ্কে কোনও টাকা নেই। সব টাকা কেটে নেওয়া হয়েছে। প্রথমে তিনি বুঝতে পারছিলেন না, কীভাবে তার সব টাকা চলে গেল। তার পর ওই অনলাইন নিলাম সাইট থেকে একটি নোটিফিকেশন পাওয়ার পর কীভাবে এমন হল, তা বুঝতে পারেন তিনি।
এরপর ব্ল্যাকওয়েল ওই নিলাম সাইটে একটি মেল করে জানান, যে তিনি এই খাট কিনতে চাননি। টাকার অঙ্ক না দেখেই তিনি খাট কেনার আগ্রহ দেখিয়েছিলেন মাত্র। এত দাম জানলে তিনি কখনওই কিনতেন না। দয়া করে তাকে যেন তার টাকা ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই নিলাম সাইট জানায়, কুয়েনলিনের দেওয়া ঠিকানায় ইতোমধ্যেই খাট পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকা ফেরত দেওয়া আর সম্ভব নয়।
এ ঘটনায় ভেঙে পড়েছেন ব্ল্যাকওয়েল। তিনি তার অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন যাতে সবাই কিছু কিছু করে টাকা দিয়ে তাকে সাহায্য করেন। ‘ওনলি ফ্যানস’ নামে একটি ‘ক্রাউড ফান্ডিং’ পেজও তৈরি করেছেন ব্ল্যাকওয়েল।
Post a Comment