যেসব কারণে শিশুর দাঁত দেরিতে ওঠে

ODD বাংলা ডেস্ক: জন্মের পর শিশুরা মাড়ির নিচে বেশির ভাগ দাঁত নিয়েই জন্মায়। সচরাচর প্রথম ছয় মাস বয়সে প্রথম শিশুর দাঁত দেখা যায়। অনেকের অবশ্য আরও দেরিতে ওঠে। তবে এ নিয়ে এত চিন্তার কিছু নেই। প্রথম দুটি দাঁত নিচে মাঝখানে থাকে। অপর চারটি ওপরের মাঝে থাকে। তিন বছর বয়সের মধ্যে আপনার শিশুর সবকটি দাঁত উঠে যাওয়ার কথা।

কিন্তু অনেক সময় নির্দিষ্ট সময়সীমায় দাঁত না উঠতেই পারে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধু শনাক্ত করতে হবে সমস্যা। সেই সমস্যা শনাক্ত করে চিকিৎসক-এর পরামর্শ নিতে হবে। 

শিশুদের দাঁত দেরিতে ওঠার কি কারণ থাকতে পারে?

পরিবারের কারও দাঁত যদি দেরিতে ওঠার নজির থাকে তাহলে শিশুর এমন সমস্যা হতেই পারে। এক্ষেত্রে তেমন চিন্তার কিছু নেই।
যেসব শিশুর ১০ মাসের আগে জন্ম নেয় কিংবা জন্মের পর ওজন কম থাকে তাদের দাঁত দেরিতে উঠতে পারে। কারণ এ শিশুদের এনামেলে ত্রুটি থাকতে পারে।
জেনেটিক কিছু সমস্যার কারণে দাঁত দেরিতে উঠতে পারে।
অপুষ্টি, ভিটামিনের অভাব, বিশেষত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে এই সমস্যা হয়।

চিকিৎসকের কাছে কি যাওয়ার প্রয়োজন আছে?

হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে তো প্রয়োজন আছেই। কিন্তু প্রেক্ষাপট বিবেচনায়। সচরাচর এসব ক্ষেত্রে চিকিৎসকের কাছে আপনি যেতে পারেন।

শিশুর বয়স ১৫ মাস হওয়ার পরও দাঁত না উঠলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শিশুর মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.