ফের বৌবাজারে একাধিক বাড়়িতে ফাটল, সাতসকালে ঘরছাড়া বহু পরিবার

ODD বাংলা ডেস্ক: আবার যেন ফিরে আসছে সেই দুঃস্বপ্নের প্রহর৷ অথবা দুঃসময় যেন ছাড়তেই চাইছে না বউবাজার, দুর্গা পিতুরি লেনকে৷ শুক্রবার ভোরে ফের ফাটল বউবাজারের একাধিক বাড়িতে বলা হয়েছিল, পুজো মিটলেই কাজ শুরু হবে। সেই মোতাবেক কাজ শুরুও হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছে কেমিক্যাল গ্রাউটিংয়ের কাজ চলছিল। সেই সময় শুক্রবার ভোর চারটে নাগাদ ফের জল ঢোকে। যে বক্স বা চৌবাচ্চা করা আছে সেখানেই জল ঢোকে এবং এখনও পর্যন্ত জল ঢোকা বা বেরনো বন্ধ করা যায়নি। মনে করা হচ্ছে এই কারণেই ফের নতুন করে ফাটল ধরেছে।মদন দত্ত লেনের এক বাসিন্দা বলেন, “ভোর চারটায় উঠে দেখি বাড়িতে ফাটল ধরেছে। আমি বেরিয়ে দেখি এলাকায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এক প্রতিবেশী বললেন তাড়াতাড়ি বাইরে বার হতে। কারণ বাড়িগুলিতে ফাটল ধরেছে।” ওই বাসিন্দার আরও ক্ষোভ, “আমরা ভোর চারটার সময় থেকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু, কেউ ফোন তোলেনি।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.