ধনতেরাস উপলক্ষ্যে কখনওই কিনবেন না এই কয়েকটি জিনিস, হতে পারে অমঙ্গল

ODD বাংলা ডেস্ক: দীপাবলির আবহে ধনতেরাস নিয়ে অবাঙালিদের পাশাপাশি বাঙালিদের মধ্যেও যথেষ্ট হইচই লক্ষ্য করা যায়। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে যমরাজ এবং মা লক্ষ্মীর পুজো করলে তাঁদের আশীর্বাদ পাওয়া যায়।  বলা হয়, এ দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যুর আশঙ্কা কমে। সেই নিয়ে রয়েছে একটি কাহিনি। পাশাপাশি এই বিশেষ দিনে সোনা ও রুপোর কিনলে ধনসম্পদ বৃদ্ধি পায় বলেও রয়েছে বিশ্বাস। তবে জ‌্যোতিষশাস্ত্রবিদরা এই বিশেষ দিনে কয়েকটি ধাতু না কেনার পরামর্শ দিচ্ছে। কী সেই ধাতু-

১) অনেকেই ধনতেরাসের সময় বাসনপত্র কেনেন। কিন্তু এই দিনে কখনওই অ্যালুমিনিয়ামের বা স্টিলের কোনও বাসন কিনবেন না।  
২) পাশাপাশি ধনতেরাসের দিন লোহা না কেনারও পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতেও দুর্ভাগ্য নেমে আসে। যদি একান্তই কেনার থাকে তাহলে ধনতেরাসের দিন না কিনে তার আগে কিংবা পরে কিনুন।
৩) ধনতেরাসের দিন কখনওই কালো কোনও জিনিস কিনবেন না, এমনটাই পরামর্শ দেন জ্যোতিষবিদরা। এতে জীবনের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। 
৪) লোহা থেকে তৈরি হওয়ার জন্য ছুরি বা কাঁচির মতো জিনিস একেবারেই কিনবেন না। মনে করা হয়, এতে সমস্যা বাড়তে পারে। 
৫) দীপাবলি উপলক্ষ্যে অনেকেই প্রিয়জনকে দেওয়ার জন্য উপহার কেনেন। কিন্তু ধনতেরাসের দিন কখনও কারওর জন্য উপহার কিনবেন না। সর্বদা উপহার আগেই কিনে রাখবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.