দেড় হাজার কোটির 'ব্যাঙ্ক জালিয়াতি', সিবিআইয়ের জালে পোশাক প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টর

ODD বাংলা ডেস্ক: সেন্ট্রাল ব্যাঙ্কের দেড় হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ। সিবিআইয়ের জালে লুধিয়ানা ভিত্তিক কাপড় প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টর। ধৃতের নাম নীরজ সালুজা। বস্ত্র প্রস্তুতকারী সংস্থা এসইএলের ডিরেক্টর তিনি। সিবিআই সূত্রে খবর, পঞ্জাবের মালউত, নওয়ানশহর, রাজস্থানের নেমরানা এবং হরিয়ানার হানসিতে এই সংস্থার দফতর ও কারখানা রয়েছে। ২০২০-তে প্রথমবার এই সংস্থার ডিরেক্টরদের আটক করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সময় সংস্থার অফিস ও কারখানাগুলিতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। তারপর থেকে ডিরেক্টরদের উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। শুক্রবার সালুজা গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে মোহালির আদালতে পেশ করবে সিবিআই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.