গরুপাচার মামলায় অনুব্রত-কন্যাকে নোটিস, সুকন্যার সংস্থার নথি চাইল সিবিআই
ODD বাংলা ডেস্ক: গরুপাচার মামলায় এবার জেলবন্দি অনুব্রত মণ্ডলের মেয়ের কোম্পানিকে নোটিস দিল সিবিআই। এএনএস অ্যাগ্রোকেম নামে ওই সংস্থার দুই ডিরেক্টর হলেন সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎবরণ গায়েন। আগামী সোমবারের মধ্যে সুকন্যা এবং বিদ্যুকে সমস্ত নথি জমা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সিবিআই সূত্রে খবর, অনুব্রত-কন্যা সুকন্যা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা হলেও তাঁর নামে একাধিক ব্যবসা রয়েছে। আগেই তাঁর মালিকানাধীন চালকলের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এএনএম অ্যাগ্রোকেম নামে ওই সংস্থার জয়েন্ট ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুবরণ গায়েন। তাঁদের দুজনকেই সমস্ত নথি নিয়ে সিবিআই হাজির হতে বলেছে।
Post a Comment