কেন্দ্রের অনুমোদনেই বিলকিসের ধর্ষকদের মুক্তি, সুপ্রিম কোর্টে জানাল গুজরাট সরকার
ODD বাংলা ডেস্ক: কেন্দ্রের অনুমোদনেই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি! সুপ্রিম কোর্টে তোলপাড় করা তথ্য দিল গুজরাট সরকার। সোমবার তারা শীর্ষ আদালতে জানিয়েছে, দোষীদের ১৪ বছর সাজা সম্পূর্ণ হয়েছিল এবং জেলে তাঁদের ভদ্র আচরণের কারণে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক মুক্তির অনুমোদন দেয়। আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে মোদীর রাজ্যের সরকার।প্রসঙ্গত, বিলকিসের ধর্ষকদের মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় গুজরাট সরকার হলফনামা জমা দিয়েছে। গুজরাট সরকার এও জানিয়েছে, পুলিশ সুপার, সিবিআই, বিশেষ ক্রাইম ব্রাঞ্চ-মুম্বই এবং স্পেশ্যাল সিভিল জাজ (সিবিআই), নগর ও দায়রা আদালত- গ্রেটাররর বম্বে গত বছর মার্চে দোষীদের মুক্তির তীব্র বিরোধিতা করেছিল।
Post a Comment