এই ৫ লক্ষণই বলে দেবে অফিসে পরকীয়ায় মত্ত স্বামী, সংসার বাঁচাতে জেনে রাখুন

 


ODD বাংলা ডেস্ক: মানুষ যে কখন কী করে ফেলবেন, তা বোঝা দায়। কারণ মনের কোনও ঠিক ঠিকানা নেই। মানুষ নিজের নিজের মতো করে এক এক সময় ভাবতে শুরু করেন। সেই ভাবনার জালে একদিক যেমন ভেঙে যায়, ঠিক তেমনই গড়তে থাকে অন্য কূল। এবার এমনটা হতে পারে যে স্বামী  আপনার সঙ্গে খুশি নন। সেই পরিস্থিতিতে অফিসে অন্য কারও সঙ্গে পরকীয়া  করতে পারেন স্বামী। এবার ধোকা দেওয়া স্বামীকে চিনে নেওয়ার রাস্তা জানতে হবে।


জীবনের বহু পথ। সেই পথের মধ্যে আপনি সঠিক পথ বেছে নিতে পারেন। আবার খারাপ পথ মেনে চলে নিজেকে অসহ্য করে তুলে ফেলতে পারেন। এই শর্ত আপনার স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি চাইলেই আপনার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেন। আবার আপনাকে ছেড়ে অন্য কারও সঙ্গেও তিনি এগতে পারেন। এই পরিস্থিতিতে আপনাকেই দেখতে হবে যে খারাপ দিকে সবটা এগচ্ছে কিনা।


এমনটা হতেই পারে যে আপনি হয়তো লক্ষ করলেন না, কিন্তু স্বামী পিছনে খেলা চালিয়ে গেলেন। সেক্ষেত্রে অফিসেও তিনি জড়়িয়ে যেতে পারেন পরকীয়ায়। এই পরিস্থিতি মোকাবিলা সতর্ক হয়ে গোটা বিষয়টা বুঝে নিতে হবে।


আসলে কিছু জায়গায় সম্পর্কের হাল ধরা দরকার। আর খারাপ মানুষকে চিনে নেওয়াটাও ততটাই জরুরি। সেই পরিস্থিতিতে আপনি যদি স্বামীর অফিসের পরকীয়া না ধরতে পারেন, তবে কিন্তু সমস্যা। আসুন জানা যাক সম্পর্কের টিপস 

​১. অফিস থেকে দেরি করে ফিরছেন


এমনটা হতেই পারে যে স্বামী আপনাকে মিথ্য বলে অফিস থেকে দেরি করে ফিরছেন। তিনি বারবার নিজের কাজের অজুহাত দেবেন। আর অফিস থেকে ফিরবেন অনেকটা দেরিতে। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়াটা হল সবথেকে বেশি জরুরি।


​২. অফিসে রোজ রোজ মিটিং


এমনটা হতেই পারে যে মানুষটি এখন বেশিরভাগ সময় অফিসের মিটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অফিসের মিটিং-এর দোহাই দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। এই পরিস্থিতিতে নিজের স্বামীর মুখ থেকে আসল কথা বের করে নিন। তাঁকে জিজ্ঞেস করুন, হঠাৎ করে কেন এতটা বেড়ে গেল মিটিং! তিনি কী উত্তর দেন শুনুন।


​৩. সপ্তাহ শেষেও অফিস যাচ্ছেন স্বামী


এটা একটা বিরাট লক্ষণ। আসলে উইকএন্ডে প্রতিটি মানুষের ছুটি থাকে। স্বামী কারও সঙ্গে অফিসে পরকীয়া করলে তিনি সেই দিনেও অফিসের নাম করে বের হতে পারেন। এমনকী অফিসে সেই মানুষটিকে ডেকে নিয়ে কাজের বাহানায় প্রেম করতে পারেন।


​৪. খরচ বাড়ছে তাঁর


খরচ সবদিকেই বাড়ছে। মূল্যবৃদ্ধি নিয়ে যত কম বলা যায় ততই ভালো। এই নাজেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়েও যদি স্বামী অহেতুক বহু খরচা নিয়মিত করতে থাকেন, তবে সতর্ক হয়ে যেতে হবে। এটা মাথায় রাখা খুবই প্রয়োজন। তাই হঠাৎ করেই স্বামীর খরচ বাড়লে সতর্ক হয়ে যান।


​৫. আপনাকে এড়িয়ে ফোন করছেন


এড়িয়ে গিয়ে ফোন করার অভ্যাস কোনও মতেই ভালো নয়। এটা আপনাদের সম্পর্কের বিশ্বাসে চিঁড় ধরাতে পারে। সেক্ষেত্রে সতর্ক হয়ে যান। আপনি। তবেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এবার আপনাকে এড়িয়ে মানুষটি ফোন করলে অবশ্যই নজর রাখুন।


এই বিষয়টি নজর রাখতে শিখুন। তবেই সমস্যার সমাধান হয়ে যায়। আর এমন মানুষের থেকে দূরে থাকতে শিখুন। তবেই এই বিষয়টি বোঝার চেষ্টা করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.