দু' দশক পরে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের সভাপতি কে? জানা যাবে আজ
ODD বাংলা ডেস্ক: দীর্ঘ দু' দশকেরও বেশি সময় পড়ে আজ প্রথম বার গান্ধি পরিবারের বাইরে কেউ কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন৷ বহু প্রতীক্ষিত কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে আজ৷ মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর, শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে৷ গত ১৭ তারিখ দেশ জুড়ে কংগ্রেসের প্রায় ৯৯১৫ জন নেতা কর্মী নতুন সভাপতি নির্বাচন করতে নিজেদের ভোট দিয়েছেন৷ সেই সমস্ত ব্যালট বাক্স দিল্লিতে কংগ্রেস সদর দফতরে নিয়ে গিয়ে রাখা হয়েছে৷ আজ সকাল দশটা থেকে সেখানেই ভোট গ্রহণ শুরু হবে৷ তবে সভাপতির পদে বসার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রবীণ নেতা এবং গান্ধি পরিবারের আস্থাভাজন মল্লিকার্জুন খাড়গে৷ আর এই বিষয়টিকে সামনে এনেই সমালোচকরা বলছেন, খাড়গে শেষ পর্যন্ত সভাপতি নির্বাচিত হলে দলের রিমোট কন্ট্রোল সেই গান্ধিদের হাতেই থাকবে৷
Post a Comment