কতটা ভোগাবে ঘূর্ণিঝড় সিত্রাং, কোন জেলায় কতটা দুর্যোগ? জানালো আবহাওয়া দফতর
ODD বাংলা ডেস্ক: শেষ পর্যন্ত হয়তো বাংলার স্থলভাগে আঘাত হানবে না ঘূর্ণিঝড় সিত্রাং৷ অন্তত এমনই পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ যদিও আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের দাপটে রবিবার থেকেই এ রাজ্যের আবহাওয়া বদলাতে শুরু করবে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকেই রাজ্যের উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে আকাশের মুখ ভার হতে শুরু করবে৷ তিন জেলারই উপকূল লাগোয়া এলাকায় শুরু হবে হাল্কা বৃষ্টি৷সোমবার থেকেই অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে৷ শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া৷ উপকূলের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
Post a Comment