ব্রাজিলে ধাক্কা জাইর বোলসোনারোর, প্রেসিডেন্ট পদে নির্বাচিত বামপন্থী লুলা ডা সিলভা

ODD বাংলা ডেস্ক:  ব্রাজিলের নির্বাচনে ধাক্কা খেলেন অতি দক্ষিণপন্থী নেতা জাইর বোলসোনারো। সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট, বাম্পন্থী নেতা লুলা ডা সিলভা বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রসঙ্গত, ব্রাজিলের গত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, কারণ তাঁকে জেলে বন্দি করেছিল তৎকালীন সরকার। দীর্ঘদিন জেলে কাটানোর পরে বিপুল ভোটে জয়ী হয়েছেন লুলা। তাঁর এই সাফল্যকে গণতন্ত্রের জয় বলেই অভিহিত করেছেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট। অতি দক্ষিণপন্থী নেতা বোলসোনারোকে সরিয়ে এবার ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন লুলা।অক্টোবরে ব্রাজিলের সাধারণ নির্বাচন হয়। সেখানে জয় পাওয়ার বিষয়ে একেবারে নিশ্চিত ছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো ও তাঁর দল। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ- কেউই ধারণা করতে পারেননি যে নির্বাচনে জিততে পারেন লুলা। যদিও ২০১৮ সাল থেকে চার বছর ধরে নানা অভিযোগে বিদ্ধ হয়েছে ব্রাজিলের এই অতি দক্ষিণপন্থী সরকার। কোভিডের সময়ে সেদেশের প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। তার জন্য অনেকাংশে দায়ী ছিল সরকারের ভুল নীতি। কিন্তু তাও এইভাবে ফিরে আসবেন বামপন্থী লুলা, এমনটা কেউই আঁচ করতে পারেননি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.