দার্জিলিং-এ নামল পারদ! দক্ষিণবঙ্গে কবে থেকে শীত, কী বলছে হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: উত্তরবঙ্গে রোদ ঝলমলে আকাশ। আপাতত বর্ষণের কোনও পূর্বাভাস নেই। দার্জিলিঙে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নেমেছে। তবে দক্ষিণবঙ্গের কপালে এখনই সেই সুখ নেই। উল্টে মেঘে ঢেকেছে আকাশ। কালীপুজোয় ফের বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উঁকি দিচ্ছে পর পর দুটি ঘূর্ণিঝড়।উত্তরবঙ্গ থেকে কেটে গিয়েছে মেঘ। দু দফায় সেখানে বর্ষণের দাপট দেখিয়েছে বর্ষা। অক্টোবরের প্রথম থেকেও তুমুল বর্ষণের ভিজেছে উত্তরবঙ্গ। সেই বর্ষণ থেকে আপাতত মুক্তি মিলেছে উত্তরবঙ্গের। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত উত্তর বঙ্গে বর্ষণের সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। পাহাড়েও এখন মেঘমুক্ত আকাশ থাকবে। ইতিমধ্যেই দার্জিলিঙের আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। তাপমাত্রার পারদও নেমেছে দার্জিলিঙে।কিন্তু দক্ষিণবঙ্গে এখনও ঘামে ভিজছে শরীর। যদিও ভোরের দিকে হাল্কা ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতের দিকে জানলা বন্ধ রাখতে হচ্ছে। কিন্তু রোদ উঠলেই ফের সেই প্যাচপ্যাচে গরমে দিন কাটছে। তেমন প্রবল গরম না থাকলেও গরম রয়েছে। অক্টোবরের মাঝামাঝি থেকে হাল্কা তাপমাত্রা পড়তে শরু করে দক্ষিণবঙ্গে। নভেম্বরের প্রথম থেকে ধীরে ধীরে পারদ পতন শুরু হয়। কিন্তু এবার কবে থেকে দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলবে সেটা নিয়ে এখনও কিছু জানায় নি আবহাওয়া দফতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.