সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলায় পাচ্ছেন ধর্ষণের হুমকি! বিস্ফোরক মহিলা কমিশনের চেয়ারপার্সন


ODD বাংলা ডেস্ক: নারী নিগ্রহে অভিযুক্ত সাজিদ খানকে ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শো থেকে বের করে দেওয়া হোক। এই দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়েছিলেন। তার জেরই ধর্ষণের হুমকি পাচ্ছেন। এমনই অভিযোগ দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের।পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিগ বস’ শোয়ের নতুন মরশুম। সঞ্চালনার দায়িত্ব বলিউডের সুলতান সলমন খান। এই শোয়েই প্রতিযোগী হিসেবে এসেছেন ফারহা খানের ভাই তথা বলিউডের এক সময়ের নামকরা পরিচালক সাজিদ খান। তাতেই বিতর্ক দানা বেঁধেছে। ‘মি টু’ আন্দোলনের সময় ব়্যাচেল হোয়াইট, করিশ্মা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এই কাণ্ডের রেশ বহুদূর গড়ায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.