আগামী তিন বছরে ঠিক কত কোটি টাকার অস্ত্র উৎপাদন করবে ভারত, জানালেন রাজনাথ সিং

ODD বাংলা ডেস্ক: আর আমদানি নয়, এবার উৎপাদন। প্রধানমন্ত্রী হওয়ার কয়েক বছর পরেই অস্ত্র ও সামরিক সরঞ্জামের সংস্থানে ভারতের পুরনো নীতি বদলে দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার মোদীর রাজ্য গুজরাতে গিয়ে জানালেন, ২০২৫ সালের মধ্যে বার্ষিক ২,২০০ কোটি ডলার (প্রায় ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা) মূল্যের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।গান্ধীনগরে ‘ডিফেন্স এক্সপো’ কর্মসূচিতে প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা সংক্রান্ত একটি আলোচনাসভায় রাজনাথ বলেন, ‘‘শুধু বড় কর্পোরেট সংস্থা নয়, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এমনকি, স্টার্ট আপ সংস্থাও প্রতিরক্ষা উৎপাদনে অংশ নিচ্ছে। এখন আমরা ১,২০০ কোটি ডলারের (প্রায় ১ লক্ষ কোটি টাকা) অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করি। ২০২৫ সালে তা ২,২০০ কোটি ডলারে পৌঁছবে বলে আমরা আশাবাদী।’’ ‘ডিফেন্স এক্সপো’ কর্মসূচির উদ্বোধনে হাজির ছিলেন মোদীও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.