গরু পাচার মামলায় বিপাকে অনুব্রতর দেহরক্ষী সায়গল, দিল্লি ডেকে জেরার অনুমতি ইডিকে
ODD বাংলা ডেস্ক: গরু পাচার মামলায় এবার বিপাকে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল ইডি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট এই অনুমোদন দিয়েছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টও এই রায়ই জানিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন সায়গলের আইনজীবীরা। এবার হাই কোর্টও সেই রায়ই বহাল রাখল।বৃহস্পতিবার সায়গল হোসেনের বিরুদ্ধে রায় দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্তও দিয়েছে দিল্লি হাই কোর্ট। বলা হয়েছে, ৬ থেকে ৭ দিনের বেশি তাকে দিল্লিতে রাখা যাবে না। ওই সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদের যাবতীয় কাজ শেষ করতে হবে। জেরার সময় সায়গলের আইনজীবী হাজির থাকতে পারবেন। তবে তাঁকে নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের কোনও কথা যাতে শুনতে না পান।
Post a Comment